১৫/০১/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে আল-হায়াত হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত স্বনামধন্য আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। আজ সকালে নানা আয়োজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে আজ সন্ধায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোঃ ফরহাদ হোসেন বাবুল, এসময় আরো উপস্থিত ছিলেন আল-হায়াত হাসপাতালের চেয়ারম্যান হাজী হাসান, ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান ডাঃ মৌসুমি কবির আশা, ডেপুটি ডিরেক্টর ডাঃ শারমিনা, কোষাধ্যক্ষ মোঃ হাসান তারেকসহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আল-হায়াত হাসপাতালের গত চার বছরের সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতেও সেবার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, “মানবিক সেবা ও আধুনিক চিকিৎসা প্রদানের মাধ্যমে আল-হায়াত হাসপাতাল ইতিমধ্যে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”

প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুজ্জামান পারভেজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মচারীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রামপুর কুবরীকান্দা যুবউন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন