বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নির্বাচনের আগেই জনগনের কাছে পৌঁছে দিতে নোয়াখালীর সেনবাগ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমটির সদস্য কাজী মফিজুর রহমান।
সোমবার বিকালে উপজেলার কানকির হাট বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কাজী মফিজুর রহমান বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র। এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।
বিজ্ঞাপন
পড়ুন : নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


