বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার ও উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের বিরুদ্ধে দেওয়া প্রত্যাহার ও রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি বগুড়া জেলা পুলিশের কার্যালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে গত ১৪ অক্টোবর প্রশাসনিক কারণে তাঁদের আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছিল।
পরবর্তীতে অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় সেই সংযুক্তির আদেশ প্রত্যাহার করা হয় এবং নিজ নিজ মাতৃ ইউনিট বগুড়া জেলা পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১৪ অক্টোবর একই আদেশে ডিবির ইনচার্জ ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক রাকিব হোসেন ও এসআই ফজলুল হককে প্রত্যাহার করে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে ২১ অক্টোবর রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ তদন্তে বগুড়ায় আসেন। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার পর প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তার মধ্যে দুইজনের সংযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়।
বগুড়া ডিবির সাবেক ইনচার্জ ইকবাল বাহার বলেন, “সংযুক্তির আদেশ প্রত্যাহার হওয়ায় আজ মঙ্গলবার আরআরএফ রাজশাহী থেকে ছাড়পত্র নিয়ে বগুড়া জেলা পুলিশে যোগদানের জন্য রওনা হচ্ছি।”
পড়ুন : বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া-৭ খালেদা জিয়া মনোনয়নেই নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস


