16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বেতার-বিটিভির প্রস্তাব যে কারণে ফেরালেন আসিফ

বিএনপিমনা রাজনীতির কারণে এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ক্যারিয়ারে নেমে আসে স্থবিরতা। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাওয়ার সুযোগ পাননি কণ্ঠশিল্পী আসিফ আকবর। এমনকি তার গাওয়া কোনো গানও ওই আমলে বাজানো হতো না। কিন্তু সম্প্রতি রাষ্ট্রীয় এ গণমাধ্যম দুটি থেকে যোগাযোগ করা হয়েছিল আসিফের সঙ্গে। দেওয়া হয়েছিল গান গাওয়ার প্রস্তাব। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আসিফ।

এ প্রসঙ্গে আজ (৪ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় আসিফ লিখেছেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন, যারা বিগত ষোলো বছর আমার গান চালাতে চাইতো, পারত না। এখন পারছে।’

আসিফ আরও লিখেছেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রোডিউসার বলেছে, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে “না” করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি, বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে। চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি।’

জীবনে পরিবর্তন এসেছে। জীবনের সোনালি সময়ে বঞ্চনার শিকার হয়েছেন শিল্পী আসিফ আকবর। অভিমানী হৃদয়ে তিনি লিখেছেন, ‘সেই মাথাভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ, আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে। বেতার-বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ, সেখানেই আনন্দ খুঁজে নেব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন