পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়টা বাংলাদেশের ইতিহাসে অন্যতম জয় বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ। এমন জয় সামনেও অব্যহত রাখার জন্য চেষ্টা করে যাবেন বলেও জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
লাল বলের ক্রিকেটে অতীতের অভিজ্ঞতা কেবলই হতাশার। গত মার্চে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছিলো টাইগাররা। তাই খুব কম মানুষই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।
এমন জয়ের পর ক্রিকেটাররা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতেছে। দেশে ফিরে পাকিস্তান সিরিজের জয়ের নায়ক মিরাজ জানালেন, এই জয় সবকিছুর চেয়ে আলাদা।
ক্রিকেটারদের সাথে উৎসবে যুক্ত হয়েছেন পরিচালকরাও। যারা এতদিন বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে সমালোচনা করতে তাদের জন্য জবাব পাকিস্তানের বিপক্ষে জয়, মন্তব্য আকরাম খানের।
সামনেই ভারত সিরিজ। তাই বিশ্রামের তেমন একটা সময় পাবেনা বাংলাদেশ। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে রোহিত শর্মাদের বিপক্ষে প্রস্তুতি।