সীমান্ত রক্ষায় সব সময় সতর্ক অবস্থানে থাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পশু প্রবেশ রোধে প্রতিদিনই চলছে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম। তারই অংশ হিসেবে এবার সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২৩৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আনা ১৪টি গরু আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবির হিসাব অনুযায়ী, আটক গরুগুলোর সর্বমোট সিজার মূল্য ১০ লক্ষ ৮ হাজার টাকা। গরুগুলো বর্তমানে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,“উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে মাঝেমধ্যে সীমান্ত চোরাচালান ও অবৈধ পশু প্রবেশের চেষ্টা হয়ে থাকে। তবে বিজিবির কঠোর নজরদারি ও টহল জোরদার থাকায় এসব কার্যক্রম ব্যর্থ হচ্ছে নিয়মিতভাবে।সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বিজিবির এমন অভিযানে শুধু অর্থনৈতিক সুরক্ষাই নয়, সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তাবোধও আরও দৃঢ় হচ্ছে।
পড়ুন: নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
দেখুন:টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


