চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি বলেন, বিএনপি একটি বড় দল। অনেকেই মনোনয়ন চেয়েছিল, এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যেই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, আমি ও আমার সকল অনুসারীরা তার পাশে থাকবেন। এছাড়াও বিগত দিনের মতো আগামীতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ও বাস্তবায়নে কাজ করব।
এসময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়াকে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।
পড়ুন: দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


