জামালপুরে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘরগুলোর বেশিরভাগই পড়ে আছে খালি। জনশূন্য এলাকা হওয়ায় মিলছে না কাজের সুযোগ। ফলে আশ্রিতরা পড়েছেন চরম আর্থিক সংকটে। আবাসিক এলাকায় না হয়ে জনশূন্য স্থানে প্রকল্প হওয়ায়, বাধ্য হয়ে ঘর ছাড়ছেন অনেকে।
ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষা জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন। যেখানে ২০২১ সালে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয় ২৮টি ঘর। যার বেশিরভাগই এখন খালি।
আশ্রয়নের চারপাশে ২ থেকে ৪ কিলোমিটার গভীর অরণ্য। এছাড়াও আশে-পাশে নেই কোন কর্মসংস্থানের ব্যবস্থা। ফলে আশ্রিতরা পড়েছেন আর্থিক টানাপোড়েনে।
আশ্রিতদের অভিযোগ, ভূমি নির্বাচনসহ পরিবেশগত দিক বিবেচনায় না নিয়ে, অপরিকল্পিত ভাবে এমন ঘর নির্মানের জন্যই, এগুলো আজ জনশূন্য। ২৮টির মধ্যে বর্তমানে প্রকল্পে আছে মাত্র ৫টি পরিবার।
অসহায় পরিবারগুলোর এমন ভোগান্তি ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হওয়ার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও।
এ ধরণের কাজে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সঠিক সুফল পাবেন গৃহহীনরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।