১৪/০১/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভেড়ামারায় র‌্যালী ও সমা‌বেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭ ন‌ভেম্বর) সকালে কু‌ষ্টিয়া-২(ভেড়ামারা-‌মিরপুর) আস‌নের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে বিশাল র‌্যালীটি গোডাউন মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে, আগামী সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে মনোনয়ন বঞ্চিত শহীদুল ইসলামে পক্ষে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে বিএনপির নেতাকর্মীরা। রাজপথের শহীদুল,আমরা তোমায় ভুলি নাই। হামলা মামলার স্বীকার শহীদুল, তোমায় ছেড়ে যাবোনা সহ ব্যাতিক্রমী নানা শ্লোগানে রাজপথ মুখর হয়ে উঠে।

পরে বাসষ্টান্ডে সমাবেশে বিএনপির নেতকর্মীরা বলেন, আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। দলকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে নেতাকর্মীরা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান সমাবেশে।

র‌্যালীতে অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : কু‌ষ্টিয়ার খোকসায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেখ সাদীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন