বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত ঝগড়া-বিবাদ ও উত্তেজনাকর আচরণের অভিযোগে মোছাঃ বুলবুলি বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, বুলবুলি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। ছোটখাটো বিষয়েও প্রায়ই তিনি প্রতিবেশীদের সঙ্গে তর্কে জড়াতেন এবং একাধিকবার হাতে বটি নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত বুলবুলি বেগম দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের মো. খোকা মণ্ডলের মেয়ে। তিনি তালাকপ্রাপ্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন একটি বিড়াল হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন, যার পর থেকেই বুলবুলি বেগমকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে পুলিশ জানায়, বিড়াল হত্যার মামলায় তাকে আটক করা হয়নি; বরং বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ানোর কারণেই তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি মো. মস্তাফিজুর রহমান জানান, “স্থানীয়দের অভিযোগ যাচাই করে বুলবুলিকে আটক করা হয়েছে। পূর্বের অভিযোগসহ সব বিষয় যাচাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পড়ুন : বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটে আগুন, তদন্তে পুলিশ


