২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
ম্যাচের ৩০ মিনিটে একমাত্র গোলটি করেন এই ব্রাজিল তারকা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল।
শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। এই জয়ে যেন হাফ ছেড়ে বাচলো পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ইতালি। খেলার প্রথম মিনিটেই গোল পায় এমবাপ্পেরা। পরে টানা তিন গোল খায় ফরাসিরা। গোলগুলো আসে ম্যাচের ৩০, ৫০ ও ৭৪ মিনিটে।