ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু মিয়া বলেছেন, “১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের পাশে একমাত্র কবীর আহমেদ ভূঁইয়াই ছিলেন। কঠিন সময়েও তিনি কাউকে ছেড়ে যাননি। আজকের এই মিছিলই প্রমাণ করে—কসবা-আখাউড়ার মানুষ কবীর ভূঁইয়াকে কতটা ভালোবাসে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে যারা জেল-জুলুমের শিকার হয়েছেন, কবীর ভূঁইয়া তাদের পাশে থেকে আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা।”
সভাপতি জয়নাল আবেদীন আব্দু মিয়া অভিযোগ করেন, এক অদৃশ্য মহলের প্রভাবে দীর্ঘদিন এলাকাবাসী থেকে বিচ্ছিন্ন এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী এবং দলের কর্মীদের প্রতি অন্যায়।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, অনতিবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দিতে।
এর আগে, শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের সড়কবাজারের আদর আলী শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে আরো বক্তব্য দেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খুরশিদ আলম, সহ-সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন খান প্রমুখ।
পড়ুন : আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি


