সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—শান্তিগঞ্জ থানার ধনপুর গ্রামের মোঃ জুয়েল মিয়া (৪০) এবং সদর থানার মদনপুর গ্রামের মোঃ আফরোজ মিয়া (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইকবালনগর এলাকায় অভিযান চালানো হয়। সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিম পাশে জনৈক আলাউদ্দিনের দোকানের সামনে তল্লাশিকালে আসামিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহামেদ, সহযোগিতা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস এবং কনস্টেবল জাবরুল ইসলাম, শামছুল হক ও দীপক মুন্ডা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পড়ুন : সীমান্তে লুকোচুরি বাণিজ্য, বিজিবির জালে ২৬ টন পেঁয়াজ ও ১২ টন টমেটো


