১৫/০১/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পটুয়াখালীর দশমিনায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

দশমিনা উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পরেছে।

রবিবার ভোরে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এ মিছিলটি বের হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে কাফনের কাপড় পড়ে মিছিলে অংশগ্রহণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদাকে।
ভিডিওতে দেখা গেছে, দশমিনা উপজেলা ছাত্রলীগের ব্যানারে “হটাও ইউনুস বাচাও দেশ”- লেখা ছিল। মিছিলে ৩৫-৪০জন নেতাকর্মীকে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা মুজিব তোমার স্মরণে – ভয় করি না মরনে, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, এমন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে রবিবার সকালে মিছিলে নেতৃত্বদানকারী জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্ট করে লিখেছেন অনেকদিন পরে আবারও রাজপথে। একই ভিডিও উপজেলার বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেইসবুকে আপলোড করেছেন।
এ বিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরব বিশ্ব অ/স্ত্র ধরবে? | 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় ১ নারী নিহত,আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন