১৪/০১/২০২৬, ১২:০১ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে আদিত্য মল্লিক যাদু অভিযোগ করে বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগবিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকিনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকুরিতে সুযোগ পাচ্ছে, যা খুবই হতাশাজনক।

সকালে নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এসময় তারা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে শ্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সকল আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও শিক্ষার্থীরাদেন। সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে আঞ্চলিক সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদ আহমেদ গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের কথা শুনেন। পরে শিক্ষার্থীরা বেলা একটার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে এসিল্যান্ডের সাথে আলোচনায় বসেন।

সাঘাটায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

বাজারে এলো ডিপলের নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন