১৪/০১/২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করেন স্থানীয় জনসাধারণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন- রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বাসিন্দা মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা ও হেলাল মোল্লা।

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা খেলায় সভাপতিত্ব করেন।পরিচালনায় ছিলেন প্রবীণ লাঠিয়াল মোঃ হামেদ মৃধা।তিনি জানান, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল কাদের মৃধা স্মরনে দলমত নির্বিশেষে সবাই খেলাটির আয়োজন করে থাকেন।
হাজার হাজার নারী-পুরুষ এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন।খেলায় বিভিন্ন এলাকা হতে এসে লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার নানা কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

পড়ুন- খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নিলেন জবি শিক্ষার্থী জুবায়ের

দেখুন- ভুয়া কাগজপত্রে টেন্ডার, মিলল ব্যাপক দুর্নীতির প্রমাণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন