22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বগুড়া সদর থানায় চলছে সংস্কার কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

সরকার পতনের পর জনতার আগ্রাসণে হামলা হয় বগুড়া থানায়। ভাঙচুর ও লুটসহ পুড়িয়ে দেওয়া হয় থানা ভবন। বন্ধ হয়ে যায় পুলিশি সেবা। বর্তমানে থানায় ফেরার তোড়জোড় চলছে। তবে সংস্কারের কাজ চলায় ব্যহত হচ্ছে সেবা। ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন স্থানীয়রা।

অন্তর্বর্তী সরকারের ১ মাস হলেও দেশের বেশ কিছু জায়গায় পুলিশি সেবা এখনো পুরোপুরি চালু হয়নি। কোথাও কোথাও পুড়িয়ে দেওয়া থানায় এখনো ফিরতে পারেনি পুলিশ। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

বগুড়ায় জনতার আগ্রাসণে হামলা হয় সদর থানায়। হামলার পর প্রথমে ডিবি অফিস এবং পরে সদর থানার কোয়ার্টারে, অস্থায়ী কার্যালয় বানিয়ে দেওয়া শুরু হয় পুলিশি সেবা। তবে সদস্য সংখ্যা কম থাকায়, জেলা সদরের নিরাপত্তা নিশ্চিতে গতি হারিয়েছে এ বাহিনী। ১০০ পুলিশের হাতে চলমান আছে হাজারখানেক মামলা।

অস্থায়ী থানায় পুলিশের আনাগোনা থাকলেও সেভাবে কার্যক্রম চালু নেই। নিয়মিত সব কাজই হচ্ছে বলে পুলিশ সুপার দাবি করলেও, নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান স্থানীয়রা।

সংস্কার কাজ শেষে দ্রুত নিজ ভবনে ফিরে, স্বাভাবিক কার্যক্রম শুরু করবে বগুড়া সদর থানা, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন