ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের গোলাগুলিতে দুজন নিহতের ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাত আহমেদ (২৫)কে সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। সোমবার সকালে তাকে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রিফাত নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এসময় তার সহযোগী লিমন মিয়াকেও গ্রেফতার করা হয়। লিমন মিয়া থোল্লাকান্দি গ্রামের সেলিম মিয়ার ছেলে। অভিযানে তাদের কাছ থেকে বিদেশী একটি রিভলবার, দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারের আধিপত্যকে কেন্দ্র করে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী এবং নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছিল। এরই জেরে গত পহেলা নভেম্বর রাতে শিপন গনিশাহ মাজারের পাশে একটি রেস্তোরায় খাবার খাওয়ার সময় রিফাত তার বাহিনীসহ শিপনের উপর অতর্কিত আক্রমণ চালায়। এসময় শিপন, ইয়াসিন ও নুরআলম গুলিবিদ্ধ হলে তাদেরকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। কিছুক্ষন পরেই শিপন বাহিনীর অন্যান্য সদস্যরাও সশস্ত্র পাল্টা আক্রমণ চালায়। আক্রমণে স্থানীয় এমরান মাষ্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনার দিনে গুলিবিদ্ধ শিপন মৃত্যুবরণ করেন এবং পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর গত ৭ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৮টি পাইপগান সহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক টিম বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে আটক করে। রিফাতকে আটক করার পরে রিফাতের তথ্যমতে তার ঘনিষ্ঠ সহযোগী থোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ০৭ রাউন্ড ৭.৬৫ তাঁজা বুলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রিফাতের বিরুদ্ধে ৬টি মামলা চলমান রয়েছে। এর বেশিভাগই ডাকাতি ও হত্যা চেষ্টা মামলা। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।
পড়ুন- পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, আটক-২


