পেস বোলিংয়ে আগামী দিনের বড় সুপারস্টার হতে পারেন তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে দেড়শ কিলোমিটার গতিতে বল করা নাহিদের মাঝে অপার সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিসিবির পরিচর্যা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে টাইগারদের ভরসার নাম হতে পারেন এই তরুণ পেসার।
বাংলাদেশ দলের পাকিস্তান জয়ে আলাদাভাবে নজর কেড়েছে দুই টেস্টেই নাহিদ রানার গতির ঝড় তোলা। দুই দল মিলিয়েই সবচেয়ে গতিময় বোলার ছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার। যেটি ক্রিকেট–বিশ্বকেই চমকে দিয়েছে।
নাহিদ রানার আগে জাতীয় দলের হয়ে সবচেয়ে জোরে বল করেছিলেন রুবেল হোসেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে জোরে বল করে রুবেলের রেকর্ড ভেঙে দিয়েছেন নাহিদ। স্বাগতিক ব্যাটারদের শরীরে কাঁপন ধরিয়ে প্রশংসিত হয়েছেন।
নাহিদ রানায় মুগ্ধ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নাগরিক টিভিকে জানালেন পেস আক্রমনে অপার সম্ভাবনা রয়েছে এই তরুণের।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেমনটা খেলেছে সেই হৃদমটা ধরে রাখলে ভারতের বিপক্ষে আসবে সফলতা।
আগামী সপ্তাহে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে চলবে কঠোর অনুশীলন।