খুনি হাসিনার ফাঁসি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ১২ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল আয়োজন করবে— পাশাপাশি ১৩ নভেম্বর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি দিয়েছে ‘জুলাই ঐক্য’ সংগঠন। ১৩ নভেম্বর কর্মসূচির লক্ষ্য— আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদ করা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মুখ্য সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
মোসাদ্দেক আলী বলেন, ‘জুলাই ঐক্যের পক্ষ থেকে বারবার রিফর্মের দাবি করা হলেও চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যায়নি। যাদের হাতে ছাত্র-জনতার রক্ত ছিল, তারা এখনও তাদের নিজ নিজ পদে রয়েছেন— দ্রুত তাদের সরাতে হবে।’
তিনি আরও বলেন, ৭২-এ ভারতীয়দের দেয়া সংবিধানে নির্বাচন হতে দেয়া হবে না।
পড়ুন: ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল
আর/


