শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। এসআলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবার এবং সালমান এফ রহমানের সঙ্গে তার পরিবার কোনভাবে শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থার গঠিত তদন্ত কমিটি। এতে নেতৃত্ব দেবে বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান।
এদিকে বিএসইসির তদন্ত কমিটি গঠন করার পর থেকে শেয়ারবাজারের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। টানা ৬ কার্যদিবসের পতনে সূচক হারিয়েছে প্রায় ২০০ পয়েন্ট। বর্তমান সরকারের আমলে শেয়ারবাজার ভালো হবে এমন প্রত্যাশায় নতুন অনেক বিও অ্যাকাউন্ট বেড়েছে। কিন্তু যেভাবে টানা পতন হচ্ছে তাতে বিনিয়োগকারীদের ভেতর এক ধরণের হতাশা বিরাজ করছে। এছাড়া বিদ্যমান বিনিয়োগকারীদের বেশিরভাগ পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করলেও শেয়ারবাজার নিয়ে উদাসী আচরণ করছে বলে অভিযোগ ভুক্তভোগিদের।
জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৪৯.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৯.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৫.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯২.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৩২টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ১২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯.৩৩ শতাংশ বা ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৬৭৯.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২২১.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০০.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল ৬৪টির, কমে ২৮৯টির এবং অপরিবর্তিত রয় ৪৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.১২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৩৪৪টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৮ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৭ শতাংশ বা ১৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৬৪.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১১৬ টাকা।