27 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

কলম্বিয়ার বিপক্ষে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আড়াইটায়। ইতোমধ্যে প্রথম ম্যাচে চিলিকে বড় ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ নেস্টর লরেঞ্জোর স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য জানাবে কলম্বিয়া।

চলতি বছর যুক্তরাষ্ট্রে বসা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই ১৬তম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচে খুব একটা অচেনা প্রতিপক্ষ পাচ্ছে না তারা। তবে ভালো ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচেও লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে।

সবশেষ ১২ ম্যাচে অপরাজিত থাকা আলবিসেলেস্তারা ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সেই সাথে কলম্বিয়ার বিপক্ষে অতিতের ৪৩ দেখায় ২৬ বার জয়ী বেশে মাঠ ছাড়ার কীর্তি আছে আর্জেন্টিনার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন