বগুড়া শহরের আলতাফুন্নসা খেলার মাঠের দক্ষিণ পাশে একটি চায়ের দোকান থেকে জাল টাকাসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন—বগুড়া শহরের পল্লীমঙ্গল এলাকার আশরাফুল ইসলামের ছেলে সেলিম (১৬), কলেজ বটতলা এলাকার রিপুর ছেলে বিপ্লব (১৬) এবং গোদারপাড়া এলাকার সোহেল আহমেদের ছেলে শারজিল আহমেদ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তিনজন শিক্ষার্থী আলতাফুন্নসা মাঠসংলগ্ন সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করেন। পরে বিল পরিশোধের সময় তারা ৫০ টাকার একটি নোট দেন, যা দোকানদারের সন্দেহ হলে তিনি পরীক্ষা করে জাল বলে ধারণা করেন। এ সময় শিক্ষার্থীরা বিষয়টি অস্বীকার করলেও আশপাশের লোকজন জড়ো হয়ে নিশ্চিত হন যে নোটটি জাল।
পরে উপস্থিত জনতা তিন শিক্ষার্থীকে আটক করে সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের হাতে তুলে দেন।
ডিবি পুলিশ তাদের কাছ থেকে মোট ১,২০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি এবং ১০ টাকার ১৮টি নোট।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
পড়ুন : বগুড়ায় আলোচিত বিড়াল হত্যা মামলার অভিযুক্ত নারী অন্য অভিযোগে গ্রেফতার


