23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

স্বর্ণের বাজারে চীনের ভূমিকা বাড়ছে

আন্তর্জাতিক স্বর্ণের বাজারে চীন এখন নেতৃত্বস্থানীয় অবস্থানে আছে। সামনের দিনগুলোতেও এ খাতে বড় ভূমিকা রাখবে দেশটি। সম্প্রতি এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক স্বর্ণ কাউন্সিল (ডব্লিউজিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড টেইট। চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলি এ খবর জানিয়েছে।

টেইট আরও বলেন, ২০২৪ সালের মাঝামাঝি আউটলুক রিপোর্টে দেখা গেছে, সোনার বাজার একটি ব্যতিক্রমী সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। বছরের প্রথমার্ধে দাম ১২ শতাংশ বেড়েছে।

বিভিন্ন ধরনের মুদ্রাজনিত ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের ভূমিকা শক্তিশালী হওয়ার কারণে সোনার বাজারে এমন পরিবর্তন এসেছে বলে জানান টেইট।

তার মতে, স্বর্ণের বাজারের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে বলা যায় গহনার চাহিদা না বাড়লেও চীনে স্বর্ণের বার ও মুদ্রার চাহিদা বৃদ্ধির বড় সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন