গণমাধ্যমে সংবাদ প্রচারের পর গৃহবধূ মনিরা খাতুন ও তার এলবিনিজমে আক্রান্ত শিশুকন্যা আফিয়ার সহযোগিতায় এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন মা ও মেয়ে।
বসত ঘর নির্মাণ করে দেয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একইসাথে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ উপহার পৌঁছে দেন।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পরলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন।
তিনি আরও বলেন, মনিরার থাকার মতো কোন আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায়িত্ব দায়িত্ব দলের পক্ষ থেকে নেয়া হবে।
এদিকে, মনিরা ও আফিয়াকে আইনী ও নাগরিক সহযোগিতা দিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর ২০২২ সালের ১৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে একটি কন্যা শিশু আফিয়া। তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মত। আর এতেই বিপত্তি ঘটে। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। নবজাত মেয়েকে ত্যাগ করে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিলো মা ও শিশুটি।
পড়ুন- ঝিনাইদহের প্রতিবন্ধী নাজনীনের পাশে বিএনপি
দেখুন- প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপির মিশ্র প্রতিক্রিয়া |


