১৪/০১/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৫ উপলক্ষে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি হয়। এতে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণ, গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ, পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং ব্যবসাকেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতার পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করেন। এছাড়া ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তরকে অন্যায্য উল্লেখ করে তা বন্ধেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপক‚লবর্তী রাঙ্গাবালী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। দীর্ঘদিনের নদীভাঙন, জলোচ্ছস, লবণাক্ততার বিস্তার ও জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এখানকার মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি।
তাদের দাবি, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হলে উপক‚লের মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এজন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিপূরণ তহবিল কার্যকর করা এবং উপকূলীয় সুরক্ষা অবকাঠামোকে আধুনিকায়নই এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

এ মানববন্ধনের আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এবং সহযোগিতায় ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার, উত্তরণের ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল, যুব প্রতিনিধি মিঠু মাহমুদ ও কিশোর গ্রুপ সদস্য ভাবনা আখতারসহ আরও অনেকে।

পড়ুন- দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে- সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন