পটুয়াখালীতে নারী ও শিশু অধিকার ফোরাম মরিচবুনিয়া ইউনিয়ন শাখার উদ্যােগে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বাজারঘোনা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সভাপতি জেসমিন জাফর। পটুয়াখালী ফরচুর ক্লিনিকের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক শিরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারন সম্পাদক অধ্যাপিকা জাকিয়া সুলতানা, পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক ও মরিচবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান টিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম ইভান, এপিপি এ্যাডভোকেট মাকসুদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে আসন্ন ত্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান বক্তারা। তারা বলেন, আলতাফ হোসেন চৌধুরী এমপি নির্বাচিত হলে, তিনি মন্ত্রী হবেন। তিনি মন্ত্রী হলে পটুয়াখালীর ব্যাপক উন্নয়ন হবে। এখানে বেকার সমস্যা থাকবেনা। এ জেলার অবকাঠামো উন্নয়ন সহ সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। দেশে ভোটারদের অর্ধেকই নারী, তাই দেশের উন্নয়ন নারীদের ভূমিকা অপরিসীম। তাই আগামী নির্বাচনে নারীরা ধানের শীষে ভোট দিয়ে আলতাফ হোসেন চৌধুরীকে বজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের জেলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং মরিচবুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য নারী-পুরুষ ও বিএনপির সমর্থকবৃন্দ।
পড়ুন : পটুয়াখালীতে ঘুঘু শিকার করে ফেসবুক লাইভে রান্না ও ভোজন, যুবকের অর্থদন্ড


