জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির নেতা-কর্মীরা।
শুক্রবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশহিসেবে পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব পৌরসভার মোড়ে জেলা জামায়াতের আমীর পটুয়াখালী-১ আসানের সংসদ সদস্য পদের প্রার্থী শূরার সদস্য জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান এর সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুল ইসলাম আল কায়সারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবিএম সাইফুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান, পৌর সভার মেয়র প্রার্থী শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান প্রমুখ।
বক্তারা প্রধান উপদেষ্ঠার ভাষনের সমালোচনা করে বলেন জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। এ গণভোটসহ ৫ দফা গণদাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী করেন বক্তারা।
সমাবেশ শেষে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে মিছিল শেষ করে সেখানেও সংক্ষিপ্ত সমাবেশ করে দিনের কর্মসূচী সমাপ্ত করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।
পড়ুন : পটুয়াখালীতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত


