নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে (৩৬) গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে জামশেদকে গ্রেফতার করা হয়।
সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ ’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ভোর পৌনে পাঁচ টায় ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদ শেখ (৩৬) কে গ্রেফতার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে।
এ নিয়ে গত তিন দিনে চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গতকাল মঙ্গলবার মোঃ শাফায়েত হোসেন শিপন,মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে।
র্যাব জানায়, ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলার চাষাড়া এলাকা থেকে মোঃ শাফায়েত হোসেন শিপনকে, কালিবাজার এলাকা থেকে মামুন মিয়া ও ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মোঃ কাজল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রত্যেক আসামিকে ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে দ্রুত ত্বকী হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার সহ আদালতে অভিযোগ পত্র দাখিল ও মামলার বিচার কাজ শুরু করার দাবী জানিয়েছেন মামলার বাদী নিহত ত্বকীর পিতা সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। পতন হওয়া সরকারের আশ্রয়ে থাকায় হত্যায় জড়িতদের পরিচয় প্রকাশের পরও বিগত বছর গুলোতে তাদের গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।