১৪/০১/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ ১৭ নভেম্বর

আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৭ নভেম্বর) মোট ১২টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)

১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬), ২। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১), ৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯), ৪। বিকল্পধারা বাংলাদেশ (১১), ৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ৬। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)। (বিকেল ২টা থেকে ৪টা)

১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪) ২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০) ৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪) ৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫) ৫। খেলাফত মজলিস (৩৮) ৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)।

উল্লেখ্য, অর্ধশতাধিক নিবন্ধিত দলের সঙ্গে ধাপে ধাপে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম দিনে ১২টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে এবং রোববার আরও ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবারের (১৭ নভেম্বর) সংলাপের সময়সূচিতৃতীয় দিনে দুটি পর্বে মোট ১২টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন