সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে’। তিনি বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে উন্নয়ন, ন্যায়, সমতা ও সুযোগের দেশ। যেখানে মানুষই হবে রাষ্ট্রের প্রধান সম্পদ। আপনাদের আস্থা, সহযোগিতা এবং অংশগ্রহণই পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে’।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘এই অঞ্চলের উন্নয়ন, মানুষের জীবনের মানোন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, এগুলোর সবই আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি, জনগণের শক্তিই দেশের প্রকৃত শক্তি। আপনাদের প্রত্যাশা, আপনাদের দাবি, এসবের প্রতিফলন ঘটাতে পারে এমন একটি কার্যকর, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি’। তিনি বলেন, ‘সিলেট-২ আসনের মানুষের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি, এসব বিষয়কে সামনে রেখে আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই। তিনি সবাইকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানান’।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি চমক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন, সহ-সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা বেগম। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন
দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী
ইম/


