১৪/০১/২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর–২ আসনে প্রার্থীসংক্রান্ত ‘বিকৃত সাক্ষাৎকার প্রচার’-এর প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর : জামালপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামপুর উপজেলা বিএনপি। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, “জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল—এ বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা ও দলের প্রতি তৃণমূলের সমর্থন দেখে গোষ্ঠীস্বার্থে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত হয়েছে। তারা গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলা বিরোধি এমন কর্মযজ্ঞের বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারের জন্য উর্ধতন নেতৃবৃন্দ সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ফিরুজ খান লোহানী, নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, গ্লোবাল টেলিভিশনের ফিরুজ শাহ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল, যায়যায় দিনের হাফিজ লিটন, পল্লিকন্ঠের আব্দুস সামাদ,দৈনিক নবচেতনার হোসেন শাহ ফকির, আমার সংবাদের সবুজ মিয়া, জবাবদিহি’র আলমাছ হোসেন আওয়াল, যুগান্তরের রহিমা সুলতানা মুকুলী,মাই টিভির ইসলামপুর প্রতিনিধি মাইনুল ইসলাম, আলোকিত সকালের রন্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন