24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট

টাঙ্গুয়ার হাওরে শুরু হতে যাচ্ছে ফোকফেস্ট। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘মাটির গন্ধে ভাটির গান’— শিরোনামে বসবে ‘টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট-২০২৪’র আসর।

এটি আয়োজন করতে যাচ্ছেন টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা।

স্থানীয় লোকসঙ্গীতশিল্পীদের নিয়ে এই আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড’-এর প্রবর রিপন। থাকছে জনপ্রিয় ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, ‘আপনঘর’, সোহাগ শ্রাবণ ও ‘দোতং পাহাড়’খ্যাত সোহান আলী।

মাঝ হাওরে রাত্তিরে জলবেষ্টিত মঞ্চে আয়োজিত এই উৎসবটি নৌকায় থেকেই আপনি উপভোগ করতে পারবেন। তবে এর জন্য আপনাকে চড়তে হবে কেবল নিবন্ধিত হাউজবোটগুলোতে।

‘টাঙ্গুয়ার হাওর ফোকফেস্ট-২০২৪’-এর আয়োজনে রয়েছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ ও ‘ফ্লোটিং হাউজ অফ টাঙ্গুয়া’। এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘মহাজনের নাও’, ‘ডোঙ্গা’, ‘জলপদ্ম’, ‘ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া’সহ বেশ কিছু হাউজবোট। ফোকফেস্টের ব্যাপারে বিস্তারিত জানতে দেখুন এই ফেসবুক ইভেন্ট।

ফোকফেস্ট সম্পর্কে ‘মহাজনের নাও’-এর মাসুক উর রহমান বলেন, জল ও জোছনার জনপদখ্যাত ভাটি অঞ্চলে ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস এবং ১৭ সেপ্টেম্বর ভরা পূর্ণিমাকে সামনে রেখে লোকসঙ্গীত, হাওর আর জোছনা উদযাপনের মিশেলে পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দিতেই এই আয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন