মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) মাগুরা সদরের বেরইল পলিতা হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল চারটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে এই সমাবেশ। শত শত নারী পুরুষ, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় মাগুরা -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান ও সদস্য সচিব বিএনপি নেত্রী এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।
অনুষ্ঠানে বক্তারা পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে নারীদের বিভিন্ন অবদান স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন যে সমাজে নারীদের অবদান কোন অংশেই কম নয়। দেশের প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। ভবিষ্যতে সকল ক্ষেত্রেই নারীরা তাদের অবদান রেখে যাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা সকল বিভেদ ভুলে সবাইকে এক হয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের হয়ে কাজ করে নিতাই রায় চৌধুরী হাতকে শক্তিশালী করে তারেক রহমানকে মাগুরা-২ আসন উপহার দেয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন।
নিপুণ রায় চৌধুরী বলেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে বিজয়ের মালা উপহার দিবেন। আমার বাবাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।
মিথুন রায় চৌধুরী বলেন, সৈরাচার সরকারের সময় দলের নৌকার টিকিট পেলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতো।
পড়ুন : মাগুরায় গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপি নেতা মিথুন রায়


