25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পৌরসভার পাম্প চালকের কোটি টাকার সম্পত্তি

মাসের পর মাসের বেতন বন্ধ, তবুও কয়েক বছরের ব্যবধানে কোটিপতি হয়েছেন, মেহেরপুর পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। কিনেছেন নিজের স্ত্রী ও সন্তানদের নামে একাধিক জমি। অভিযোগ পেলে ব্যবস্থার নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের।

পাম্প চালক হাফিজুল হক, আলাদিনের চেরাগের মতো হয়েছেন কোটিপতি। পৌর সভার বেতন বন্ধ মাসের পর মাস। এরপরও গত তিন বছরে শহরের বিভিন্ন স্থানে কিনেছেন কোটি টাকা মূল্যের জমি । এই ব্যপারে, হাফিজুলের দাবি ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড এগুলো।

অনুসন্ধারেন জানা যায়, হাফিজুল নিজের নামে মেহেরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় প্রায় ৭ বিঘা ও স্ত্রী মর্জিয়া খাতুনের নামে দেড় কোটি টাকায় একতলা বাড়িসহ পুত্র মাসুদের নামে ৯ কাঠা জমি ক্রয় করেছেন। এতো অর্থের উৎস কোথায় এ ব্যাপারে কিছুই জানেন না এলাকাবাসী।

২৫ থেকে ৩০ হাজার টাকার বেতনের চাকরি করেন হাফিজুল হক বলে সত্যতা স্বীকার করেন পৌর পানি শাখার এই কর্মকর্তা।

একটি কুচক্রী মহল তাকে ফাসাঁনোর চেষ্টা করছে বলে দাবি পাম্প চালকের।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার।

হাফিজুল হকের এই অর্থ সম্পদের ব্যাপারে কোন লিখিত অভিযোগ এখনো জমা হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন