খাগড়াছড়ি জেলা বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, জামায়াত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে সংগঠনটি পতিত আ’লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকে ঘিরে তামশা করছে। পিআরসহ কয়েকটি বিষয়ে নিয়ে নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে জামাত এমন অভিযোগও করেন ওয়াদুদ ভূইয়া।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, পতিত আ’লীগ সরকারের মেয়াদে মানুষ ভোট দিতে পারেনি। যার জন্যে বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করে মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হবে বলেও মন্তব্য করেন ওয়াদুদ ভুইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মাটিরাঙার একটি কমিউনিটি সেন্টারে আলেম-ওলামা ও মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওয়াদুদ ভুইয়া।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপতিত্বে স্থানীয় চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ন সম্পাদক মো. মোশারফ হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, তাইন্দং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু রেদোয়ান মো. মহসীন, যামিনীপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, কাওমি মাদ্রাসার প্রতিনিধি হাফেজ ওমর ফারুক এবং ইমাম ও ওলামা মাশায়েকের পক্ষে আক্তারুজ্জামান ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।
মসজিদ–মাদ্রাসা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন,
২০০১-২০০৬ মেয়াদে সংসদ সদস্য থাকাকালীন এগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। যা ভবিষ্যতেও আরও বিস্তৃতভাবে এগিয়ে নেওয়া হবে। তিনি ইমাম ও মুয়াজ্জিনদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য পৃথক প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান তিনি।
নির্বাচন পদ্ধতি নিয়ে বিভ্রান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাটিরাঙা উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক ইমাম-ওলামা ও মাশায়েখরা অংশ নেন।
পড়ুন- যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ
দেখুন- হানি ট্রাপ প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন মানুষ |


