১৫/০১/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলায় জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) নতুন কমিটির পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের এক সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যৎ পরিকল্পনা, সাইবার সক্রিয়তা এবং দলীয় রাজনৈতিক বার্তা তরুণদের কাছে পৌঁছে দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সম্পাদক আরিফ সিদ্দিক।

তিনি বলেন, দেশের রাজনীতিতে এখন সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এখানে সচেতনভাবে কাজ করলে জনমতের পরিবর্তন ঘটে, নেতিবাচক প্রচার প্রতিরোধ করা যায়, এবং দলীয় আদর্শের প্রসার ঘটানো সম্ভব। তাই প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জেডসিএফকে আরও শক্তিশালী হতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, মাঠের রাজনীতির পাশাপাশি সাইবার মাঠ এখন সমান গুরুত্বপূর্ণ। তরুণরা তথ্যযুদ্ধের অন্যতম বড় ভূমিকা পালন করছে। তাদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও সমন্বয় প্রয়োজন—যা জেডসিএফ সুনির্দিষ্টভাবে করে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তুহিন, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের সক্রিয় সাইবার কর্মীরা। বক্তারা জানান, দলের প্রতি আস্থা, সাইবার নৈতিকতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কর্মীদের আরও দক্ষ করতে শিগগিরই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বলেন, সুনামগঞ্জ জেলার রাজনৈতিক পরিস্থিতিতে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও মিথ্যা প্রচারণা দিন দিন বাড়ছে। এই অবস্থায় তথ্য যাচাই, সত্য তুলে ধরা এবং দলীয় রাজনৈতিক দর্শনকে তরুণদের কাছে সংক্ষিপ্ত, প্রাঞ্জল ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে জেডসিএফকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে অনলাইন ক্যাম্পেইন জোরদারের পরিকল্পনাও সভায় গৃহীত হয়।

সভার শেষে নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, অনলাইন–অফলাইন উভয় মাধ্যমেই দলের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। সুনামগঞ্জ জেলাকে সাইবার কার্যক্রমে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে যৌথভাবে কাজ করা হবে।

পড়ুন- গাংনীতে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চাইলেন মিল্টন

দেখুন- এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন