যশোর শহরের বাবলা তলায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় ইয়াসির আরাফাত শিষ নামে সাড়ে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে ।
সে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ।
সকাল সাড়ে ৭ টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ বাই সাইকেলে করে ছোট ভাই শিষ কে স্কুলে নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাক সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায় । এসময় ছোট ভাই শিষ ট্রাকের পেছনের চাকার তলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বড় ভাই সাদ বেঁচে যায়। ছোট ভাইয়ের লাশ রাস্তায় ফেলে বাড়ীতে খবর নিয়ে যায় বড় ভাই সাদ । সে যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
নিহত শিশু যশোর শহরতলীর শেখহাটি দক্ষিনপাড়া স্কুল শিক্ষক শাহাবুদ্দিনের ছেলে।
নিহতের পিতা শাহাবুদ্দিন জানান , সকাল সাড়ে ৭ টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ভাই শিষকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর জানায় ।
প্রায় দেড় ঘন্টাপর ঘটনাস্থলে পুলিশ আসে । নিহত শিষের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে ।
সদর কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন , প্রিজনার্স স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ইয়াসির আরাফাত শিষের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
পড়ুন- মেহেরপুরে ৩১ দফা দাবি লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ


