গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো: মামুন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের লেলিহান দেখা গেছে। কিছু বুঝে ওঠার আগেই ধোয়া উঠতে থাকে। মহাসড়কের পাশের লোকজন ছোড়াছুটি শুরু করে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে চলে আসে।
এদিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম নিশ্চিত করেন যে, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি বলেন, “উপপরিচালক সাহেবের নির্দেশনায় আগুন নেভানোর কাজ চলছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পড়ুন: বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


