ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বিশেষ এক সার্টিফিকেট ইস্যু জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন রপ্তানিকারকরা। কবে নাগাদ রপ্তানি স্বাভাবিক হতে পারে— সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, মাছ ও শুঁটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিসের অনুমোদিত একটি বিশেষ সার্টিফিকেট প্রয়োজন হয়। গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠিতে জানায়— সার্টিফিকেটটি আর ম্যানুয়ালি নয়, বরং অনলাইনে ইস্যু করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়। কিন্তু অনলাইন সার্টিফিকেট চালুর বিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট দপ্তর কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
ফারুক মিয়া জানান, “বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নিয়েছিলাম। সার্টিফিকেট নিতে গেলে তখনই বিষয়টি সামনে আসে। এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো সম্ভব হয়। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন— বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া আর কোনো চালান পাঠানো যাবে না। বাধ্য হয়েই আমরা রপ্তানি বন্ধ রাখছি।”
রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারক ও সীমান্তঘেঁষা কর্মীরা। দ্রুত অনলাইন সার্টিফিকেট ব্যবস্থা চালু করে রপ্তানি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
পড়ুন: মেহেরপুরে ৬০ লাখ টাকা মুল্যের ৩টি তক্ষক উদ্ধার
আর/


