যশোরে চাঞ্চল্যকর চয়ন দাস হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি মানিক কুমার ও মুক্ত কুমার কে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (১৯ নভেম্বর) যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—যশোর সদরের শানতলা এলাকার কৃষ্ণ কুমারের দুই ছেলে মানিক কুমার ও মুক্ত কুমার।
যশোর র্যব-৬ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাদীপক্ষের লোকজন যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে গেলে সেখানে খাওয়া-দাওয়া নিয়ে আসামি পক্ষের সাথে তাদের তর্কাতর্কি হয়। এরই জের ধরে পরদিন ২৪ ফেব্রুয়ারি ঝিকরগাছার মল্লিকপুর এলাকায় আসামিরা বাদীপক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হলে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তাং ভিকটিম চয়ন দাস ও তার বন্ধুরা আহতদের হাসপাতালে দেখে ফেরার পথে শানতলা এলাকার পেপসি কোম্পানির সামনে পৌঁছালে আসামিরা তাদের ওপর পুনরায় অতর্কিত হামলা চালায়। এতে চয়ন দাস গুরুতর জখম হন এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৬ জানায় গোপন সংবাদের ভিত্তিতে চয়ন দাস হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক দুই ওয়ারেন্টভুক্ত আসামি শহরের পালবাড়ি এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল বুধবার সকালে অভিযান চালিয়ে মানিক কুমার ও মুক্ত কুমার কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চয়ন দাস হত্যার দুই আসামী মানিক ও মুক্ত কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর সদর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |
ইম/


