আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)–এর কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তবে আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা, ভুয়া তথ্য ছড়ানো এবং এআই-এর অপব্যবহার রোধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবে বলে নির্বাচন কমিশন আশা করছে। তাদের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ করতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবাই এই ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়।
পড়ুন: ঢাকায় এসেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
আর/


