কুড়িগ্রামে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের পূর্ণবাসন ও সহযোগীতামুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা জন্য ভেলাকোপা গড়ের পাড়ে একটি অফিস ঘর নির্মানের উদ্যোগ নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যে উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ,প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ এরশাদুল হক, তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন,প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ আব্দুল করিম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ও ক্যশিয়ার আব্দুল মান্নান ও পরিচালক মোঃ মাইদুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন,তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন শুধু প্রতিবন্ধীদের সহযোগীতায় পাশে দাড়ায় না,সংগঠনটি সমাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে যাচ্ছে।বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতন বৃদ্ধি করা,ঝড়ে পড়া শিশুদের মানসিক ও স্বাস্থ্যের খোঁজ খবর রাখা, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ করে থাকে।
এছাড়াও এলাকার যুবকদের নিয়ে শরীরচর্চার ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার আয়োজন করা,বিভিন্ন উৎসবে বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে বলে জানান বক্তারা।
পড়ুন- শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মেহেরপুর ২ আসনের প্রার্থী আমজাদ হোসেন
দেখুন- বাংলাদেশের কারুকলা, তাঁত ও ঐতিহ্যের ৩০ বছরের উদযাপন |


