১৪/০১/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে তিন মনোনয়ন প্রত্যাশির এক মঞ্চে সমাবেশ ও বিক্ষোভ

মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ করেছে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশি।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ওই তিন মনোনয়ন প্রত্যাশি নেতার অনুসারী হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে সমাবেশে জরো হতে থাকে।

সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির একাংশের নেতৃস্থানীয়দের অনুরোধে পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয় তারা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন,দলের দুসময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন এমন নেতারা মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ কারণে ওই মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান তারা।

বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়নের বিষয়ে পুনরায় বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশি মীর সরফত আলী সপু ও মমিন আলী।

পড়ুন- রাজধানীর বিজয় নগরে বহুতল ভবনে আ/গু/ন, অতঃপর… |

দেখুন- আবারও ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কী ভাবছে সাধারণ মানুষ? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন