১৪/০১/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৪/০১/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের গৌরবময় ৬৪ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী–২০২৫ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ নভেম্বর সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সঙ্গীত, শোভাযাত্রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সভাপতিত্বে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, শোভাযাত্রা এবং আকাশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। একাত্তরের বীর শহীদ ও ২০২৪ সালের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন সাংবাদিক ও অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, এ.বি. পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. ওহাব মিনার এবং সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু।
এছাড়া পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ও নির্মল কুমার রক্ষিত, কাজী সামসুর রহমান ইকবাল এবং গোলাম কিবরিয়া জাকারিয়া হৃদয়সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
উৎসবে রাজনৈতিক, আইনজীবী, সাংস্কৃতিক ও সাহিত্যিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রেসক্লাব সদস্যসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতায় ত্রিশোর্ধ্ব নয় সাংবাদিকের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও ৪জন সাংবাদিককে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

দেখুন- পুঁজিবাজারের আতঙ্ক কাটবে চলতি সপ্তাহেই! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন