আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য মোট ৮০টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।
বিজ্ঞাপন
রোববার (২৩ নভেম্বর) কমিশনের জনসংযোগ শাখা জানায়, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে পর্যবেক্ষণ কার্যক্রম, এর চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করবে নির্বাচন কমিশন।
ইসি জানায়, নির্বাচনী পরিবেশ, পর্যবেক্ষকদের ভূমিকা ও পরামর্শ জানা এবং প্রাপ্ত সুপারিশগুলোকে সুষ্ঠু নির্বাচনের রূপরেখায় অন্তর্ভুক্ত করতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে।
পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আর/


