আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর রবিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টু।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের দলের আহ্বায়ক বলেন, বেগম খালেদা জিয়াকে সদর আসনে বিজয়ী করার লক্ষ্যে ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতারা নিজ উদ্যোগে নিজ নিজ ইউনিয়নের প্রত্যেক মহল্লায়-মহল্লায় নির্বাচনী লিফলেট বিতরণ করবেন।
তিনি বলেন, আমরা স্বেচ্ছাসেবক দল করি। বেগম খালেদা জিয়ার নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত স্বেচ্ছায় কাজ করে যাবো। স্বেচ্ছাসেবক দলে যারা পদ-পদবিতে নাই, বেগম খালেদা জিয়ার বিজয়ীর আগ মুহুর্ত নির্বাচনে নিজ ইচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাবে। তাদেরকে পদ পদবী দিয়ে সামনে নেতা তৈরি করবো। এটাই বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের নীতি।
আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ বাবু, বলাই বসাক, খায়রুজ্জামান মিন্টু, রাকিবুল হাসান রাকিব, আসাদুজ্জামান পলাশ, মোস্তাক আলী সুজন, আব্দুস সালামসহ কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্য ও প্রত্যেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
পড়ুন- চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস চাপায় দুজনের মৃত্যু
দেখুন- এয়ার শোতে বি/ধ্ব/স্ত ভারতের যুদ্ধবিমান, ক্রেতা হারানোর শঙ্কা |


