মুন্সীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে সিফাত (১৯) নামে এক যুবক মারধরের শিকার হয়েছেন। রবিবার (২৩- নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দুর্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিরাপত্তার স্বার্থে তিনি মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আহত সিফাত পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি পেশায় দর্জি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাশিপুর কেপিবাগ মাদ্রাসার সামনে আরাফাত (২৪) নামে এক যুবককে একটি অজ্ঞাত মেয়ের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি করতে দেখেন সিফাত। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আরাফাত তাকে অকথ্য ভাষায় গালাগালসহ খুন ও জখমের হুমকি দেয়। পরে দুপুর ২টার দিকে কাশিপুর বসতবাড়ীর সামনে থেকে আরাফাত ও তার সহযোগী রাতুল (২০) কৌশলে সিফাতকে ডেকে দুর্গাবাড়ী এলাকায় নিয়ে যায়। সেখানে তারা কাঠের ডাসা ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে সিফাতের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দু’জন ভবিষ্যতে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
মারধরের সময় সিফাতের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলেও অভিযোগ করেছেন তিনি। পরে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
সিফাতের মা শাহনাজ বেগম বলেন, আমার ছেলে শুধু মেয়েটিকে বাঁচাতে গিয়েছিল। কিন্তু এ কারণে ওরা তাকে ডেকে নিয়ে নির্জন স্থানে মারধর করেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত – ১


