মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার পিস্তলসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চালানো অভিযানে গাংনী ক্যাম্পের সেনা সদস্যরা পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। আটককৃত মনিরুজ্জামান মনি গাংনীপুর এলাকার মাণসাদা গ্রামের আখসেন্টার পাড়ার সাবেক পুলিশ সদস্য মহিউদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পড়ুন- পঞ্চগড়ে শীতের দাপট


