১৫/০১/২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক-১

শেরপুর সদরে অবৈধভাবে মজুদকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি)র ৩০কেজির ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। এসময় টিসিবির ডিলার নজরুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশ। আটক নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ডিলার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কৌশলে গ্রাহকদের না দিয়ে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করে আসছেন। আজ গ্রাহকদের এসব চাল স্থানীয় জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অবৈধভাবে মজুদ করছিলেন নজরুল। এদিকে, এনএসআই’র দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। এসময় ৩০কেজির ২৪৮টি বস্তায় সাত হাজার চারশত ৪০কেজি বা প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে পুলিশ। একইসাথে আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন